Recognition from Kolkata Police is always pleasurable…
Received from Mr. Ashesh Biswas, IPS, Joint Commissioner (Administration) and Mr. Abhishek Gupta, IPS, Deputy Commissioner on yesterday at PTS, Kolkata…
কলকাতা পুলিশের ‘প্রণাম’ সারা দেশে একটি ব্যতিক্রমী ও সাধুবাদ যোগ্য পদক্ষেপ। পুলিশের সমস্ত কাজ সামলে প্রবীণদের পাশে থাকার সর্বোচ্চ ও সর্বতো এই প্রয়াস দৃষ্টান্ত স্থাপনকারী এক প্রয়াস। আর ‘প্রণাম’ এর অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া সব সময়ই মনের আনন্দ। কলকাতা পুলিশের আমন্ত্রণে বহুবার সুযোগ হয়েছে উপস্থিত থাকার। অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলার চেষ্টা করেছি কি করে জীবনের দ্বিতীয় অধ্যায়ে শারীরিক, মানসিক ও সামাজিক ভাবে ভালো থাকা যায়।
গতকালও (১৯.১২.২০২৩) বর্ষ শেষে এরকমই একটি মিলন সন্ধ্যায় পুলিশ ট্রেনিং স্কুলের প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলাম অতিথি বক্তা হিসেবে। মূলত ব্যাঙ্ক ফ্রড ও সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা নিয়ে ছিল এই অনুষ্ঠান। আর আমার বক্তব্যের বিষয় ছিল বার্ধক্যে সুস্থতা। সাথে ছিল বিশিষ্ট শিল্পী শ্রীমতি শিরীন সোরাইয়া Shirin Soraiya র অসাধারণ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন। শেষে কলকাতা পুলিশের ক্যয়ার এর গান। কলকাতার বিভিন্ন থানা থেকে প্রায় তিনশোর কাছাকাছি প্রণামের প্রবীণ সদস্যদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল প্রেক্ষাগৃহ, এমনকি ছিলেন ৯৪ বছর ও ৯১ বছরের প্রবীণ মানুষেরা। খুব ভালো লেগেছে দেখে বাঁচবো র দুই প্রবীণ সদস্য শ্রী নীলাদ্রি বাগচী ও শ্রীমতি গীতাঞ্জলি বাগচী ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার, অ্যাডমিনিষ্ট্রেশন শ্রী অশেষ বিশ্বাস, আই পি এস, ডেপুটি কমিশনার শ্রী অভিষেক গুপ্ত, আই পি এস, শ্রী মানস কুমার ঝা Manas Jha, ওসি, কমিউনিটি পুলিশ সহ কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকবৃন্দ।
প্রতিবারের মতনই গতকালের সন্ধ্যা ছিল সমস্ত দিক থেকেই উপভোগ্য। আর কলকাতা পুলিশের থেকে সম্মাননা অবশ্যই বিশেষ প্রাপ্তি।
গত কয়েকবারের মতন এবারেও বাঁচবো থেকে সাথী ছিলেন শ্রী সমীর কুমার দাশগুপ্ত ও শ্রী তপন সেন।