এশিয়ান যোগা রিসার্চ ইনস্টিটিউট Asian Yoga Research Institute & VTC এর কর্ণধার বিশিষ্ট যোগা বিশারদ ও পশ্চিমবঙ্গ যোগা ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সদস্য ডাঃ উজ্জ্বল ঘোষের Ujjal Ghosh আমন্ত্রণে ওই প্রতিষ্ঠানের কনভোকেশনে গতকাল অংশ গ্রহণ করার সুযোগ হয়েছিল আমার। বহু বিশিষ্ট অতিথিদের সাথে এক মঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ অবশ্যই বড় প্রাপ্তি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা স্টেটসম্যান পত্রিকার অন্যতম এডিটর এবং অত্যন্ত সুবক্তা শ্রী তরুণ গোস্বামী, দি নিওটিয়া নার্সিং কলেজের ডিন তথা কলকাতা মেডিক্যাল কলেজ নার্সিং কলেজের প্রাক্তন অধ্যক্ষা ড. স্মৃতি মানি, আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড. বিশ্বজিৎ বালা, হুগলি টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ ড. গৌতম পাত্র, বিবেক সংস্থার কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী কার্তিক ব্যানার্জি, দূরদর্শনের উচ্চ আধিকারিক ও সমাজসেবী শ্রী দেবাশীষ ব্যানার্জি, বিশিষ্ট মিউজিক থেরাপিস্ট শ্রীমতি মালবিকা গুহ সহ আরও বহু বিশিষ্ট জন। অনুষ্ঠানে আমাকে সাথ দিয়েছেন বাঁচবো র দুই প্রবীণ শ্রী তপন সেন ও শ্রী সমীর দাশগুপ্ত।
বক্তব্য রাখার সুযোগ তো ছিলই। সুযোগ হয়েছিল বিভিন্ন আঙ্গিকে অন্যান্য বক্তাদের বক্তব্য শুনে সমৃদ্ধ হওয়া। যোগা কোর্স সম্পন্ন করা এক ঝাঁক ছাত্রছাত্রী যাঁরা আগামীদিনে যোগা র মাধ্যমে মানুষদের ভালো রাখার কাজে ব্রতী হবেন তাঁদের হাতে শংসা পত্র তুলে দিতে পেরে খুবই ভালো লাগলো। ডাঃ উজ্জ্বল ঘোষ ও শ্রীমতি পারমিতা ঘোষ যেভাবে অসংখ্য যোগা ট্রেনার গড়ে তোলার কাজে ব্রতী হয়েছেন সেটা সত্যিই প্রশংসনীয়। দিনে দিনে এই যোগা জনপ্রিয়তা লাভ করছে এবং Integrated and Collaborative Approach ছাড়া চিকিৎসা পরিষেবা দেওয়া প্রায় অসম্ভব। সেক্ষেত্রে যোগা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের সংস্থার বাঁচবো হিলিং টাচ্ ফাউন্ডেশন Banchbo healing touch এর অনেক প্রবীণ সদস্য ডাঃ উজ্জ্বল ঘোষ ও তাঁর টিমের দ্বারা যোগা করে খুব ভালো আছেন। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। ওনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি।