শতবর্ষ উদযাপন: ডাঃ অরুণ প্রকাশ দত্তকে সম্মাননা…
১০০ বছর পার করলেন আমাদের সদস্য বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অরুণ প্রকাশ দত্ত। এ শুধু তো ওনার বা ওনাদের পরিবারের জন্য বিশেষ প্রাপ্তি নয়, আমাদের জন্যও বিরাট প্রাপ্তি। এই ধরনের সুযোগ নিশ্চিত খুবই বিরল প্রাপ্তি। সেই সৌভাগ্যের ভাগিদার হতে পেরে আমরা অভিভূত, আনন্দিত এবং সম্মানিতও বটে। এই বিশেষ মুহূর্তকে বিশেষ ভাবে পালন করলো ওনার পরিবারের সাথে বাঁচবো হিলিং টাচ্ ফাউন্ডেশন পরিবার। আর স্যারের এই বিশেষ অর্জনকে সম্মান জানাতে ওনাকে সাম্মানিক সদস্য হিসেবে সম্মাননা দিতে পেরে নিজেরাই সম্মানিত।
ভালো থাকুন স্যার। ????