গত রবিবার ১৯শে মার্চ, ২০২৩, সুন্দরবন বাঁচবো বিকশিত স্কুলে উদ্বোধন হলো দুটি প্রয়াসের –
● বাঁচবো লাইব্রেরী:
স্কুল সন্নিহিত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রেফারেন্স বইয়ের লাইব্রেরী। সাথে থাকবে বিকশিত স্কুলের শিশুদের উপযোগী গল্প ও অন্যান্য বইয়ের সম্ভার।
এই লাইব্রেরী তৈরিতে আমাদের সিএসআর সহযোগী: *আ্যক্লারিস উইলিস টাওয়ার্স ওয়াটসন কোম্পানি* ।
● বাঁচবো স্বয়ং সম্পূর্ণা:
স্কুল সন্নিহিত অঞ্চলের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই প্রয়াসে যুগ্ম সহযোগী আর্শিয়া ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাঁচবো র উপদেষ্টা এবং বাঁচবো হিলিং টাচ্ এর মাননীয় সদস্য ডঃ পবিত্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন যুগ্ম কমিশনার, অবসর প্রাপ্ত আই পি এস এবং বাঁচবো র অন্যতম উপদেষ্টা শ্রী সুজয় কুমার চন্দ।
আ্যক্লারিস উইলিস টাওয়ার্স ওয়াটসন কোম্পানি র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ আধিকারিক শ্রী আরক্তিম সাহা সহ আরও দুই বরিষ্ঠ আধিকারিক।
উপস্থিত ছিলেন সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানি র পক্ষ থেকে চিফ ফিনান্সিয়াল অফিসার শ্রী অঞ্জন রায় চৌধুরী সহ আরও দুই বরিষ্ঠ আধিকারিক।
উপস্থিত ছিলেন আর্শিয়া র কর্ণধার শ্রীমতী সর্বানী ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন বাঁচবো হিলিং টাচ্ এর মাননীয় সদস্য বিশিষ্ট বিজ্ঞানী ডঃ সুভাষ কুমার হাজরা , প্রাক্তন অধ্যাপিকা ডঃ জয়শ্রী হাজরা, ইউবিআই ব্যাঙ্কের প্রাক্তন রিজিওনাল ম্যানেজার শ্রী উমা রঞ্জন ভট্টাচার্য সহ আরও বিশিষ্ট মানুষজন।
শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পেরে শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন দি নেওটিয়া ইউনিভার্সিটি র উপাচার্য ও বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ডঃ বিশ্বজিৎ ঘোষ।
বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিল বিকশিত স্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়াও সুন্দর সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছেন ডঃ পবিত্র সরকার এবং শ্রী সুজয় চন্দ।
এই অনুষ্ঠানে বাঁচবো হিলিং টাচ্ এর নার্সিং স্টাফ শ্রী শ্যামল ভূঁইয়া র হাতে ২০২২ এর পারফর্মার অফ দ্যা ইয়ার এর সম্মাননা তুলে দেওয়া হয়।
আপনাদের সকলের শুভেচ্ছা ও সহযোগিতা একান্ত কাম্য।????