পরিস্থিতিগত সব বাধা বিঘ্ন পেরিয়ে সুন্দরবনে আমাদের বিকশিত স্কুল আবার পুরোদমে শুরু হয়েছে অফ লাইনে। খুশি শিশুরা, খুশি আমরা…
প্রতিশ্রুতি মতন ওদের হাতে আজ তুলে দেওয়া হলো স্কুলের ইউনিফর্ম। আপনাদের সহযোগিতা ও শুভেচ্ছায়…
“বাঁচবো হিলিং টাচ” এর মতন প্রবীণদের ২৪ × ৭ এর পরিষেবা র দায়িত্ব সামলে “বাঁচবো” কিন্তু সমান্তরাল ভাবে তার অন্য সামাজিক দায়িত্ব গুলো পালন করছে সমান গুরুত্ব দিয়ে। চেষ্টা করছে যে সব ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেগুলোকে নিজেদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে পালন করতে। তার মধ্যে উল্লেখযোগ্য
◆ সুন্দরবন পাথরপ্রতিমা ব্লকে বিকশিত স্কুল। নিজস্ব এই দ্বিতল ভবনে বর্তমানে ৫৫ জন প্রি প্রাথমিক ও প্রাথমিক ছাত্রছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করছে। সব ধরনের পড়াশোনার সামগ্রী দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধুলাতেও সমান ভাবে বিকশিত করা হচ্ছে এই শিশুদেরকে। এর জন্য রয়েছেন ৯ জন শিক্ষিকা (পড়াশোনা, কম্পিউটার, গান সব মিলিয়ে), ২ জন অশিক্ষক কর্মচারী, ২ জন কেয়ার গিভার, ১ জন সিকিউরিটি।
◆ চালু রয়েছে প্রবীণদের জন্য প্রতিমাসে জেরিয়াট্রিক আউট পেশেন্ট ক্লিনিক। যেখানে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ ও ইসিজি করার সুযোগ পাচ্ছেন এলাকার দুঃস্থ প্রবীণ মানুষেরা। করোনার কারণে অনিচ্ছাকৃত অনিয়মের পর গত মার্চ মাস থেকে নিয়মিত চালু রয়েছে এই ক্লিনিক। কলকাতা থেকে প্রতিমাসে চিকিৎসকরা যাচ্ছেন।
◆ এরই পাশাপাশি আমাদের স্কিল ট্রেনিং ইউনিটের মাধ্যমে প্রান্তিক পরিবারের যুবতী ও যুবকদের নার্সিং অ্যাসিস্টেন্ট কোর্স করিয়ে তাদের আত্ম নির্ভর করে তোলা হচ্ছে। সুন্দরবন, জঙ্গল মহল ও কলকাতা থেকে বেশ সংখ্যক ছেলেমেয়ে এই ট্রেনিং নিয়ে ইতিমধ্যে প্রতিষ্ঠিত। আমাদের বড় ভালোলাগা ও প্রাপ্তি।
বিভিন্ন সময়ে প্রয়োজনীয় আরও বহু সামাজিক দায়বদ্ধতার কাজ করে চলেছি আমরা।
আর এসবই করতে পারছি আমাদের দেশ ও বিদেশের বহু শুভানুধ্যায়ী যাঁরা পাশে থেকেছেন সর্বতোভাবে, যার মধ্যে “বাঁচবো হিলিং টাচ” এর বেশ কয়েকজন মাননীয় সদস্য ও সদস্যারাও রয়েছেন আর সাথে রয়েছেন কিছু প্রতিষ্ঠান যাদের মধ্যে উল্লেখযোগ্য:
● সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়েজ কোম্পানি
● অ্যাক্লারিস উইলিস টাওয়ার্স ওয়াটসন
● বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন – ইউ কে
● সুলেখা ওয়ার্কস লিঃ
● অল ইন্ডিয়া উইমেন্স ফোরাম
● জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, পশ্চিম বঙ্গ শাখা
● প্রোটেক্ট দ্যা ওয়ারিয়ার্স
● দিয়া ফাউন্ডেশন, ইউ এস এ
● কলকাতা পুলিশ
সহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান।
“বাঁচবো হিলিং টাচ” আমাদের একটি সামাজিক শিল্পদ্যোগ Social Entrepreneur প্রয়াস। অত্যন্ত ন্যায্য মূল্যে আমরা পরিষেবা দেওয়ার পর সমস্ত খরচা মিটিয়ে ন্যূনতম যেটুকু লভ্যাংশ থাকে সেটা ব্যবহার করা হয় এই সামাজিক প্রকল্প গুলোতে। এই ধরনের অন্যান্য বাণিজ্যিক পরিষেবা র সাথে এখানেই আমাদের মৌলিক পার্থক্য। আর এই উদ্যোগ আমরা নিতে পেরেছে তার কারণ এতে যুক্ত সকলেই একটা সামাজিক দায়বদ্ধতা র দৃষ্টি ভঙ্গিতে কাজ করার জন্য। আপনারা যাঁরা “বাঁচবো” র কর্মকাণ্ডের সাথে ইতিমধ্যে পরিচিত তাঁদের বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।
আমাদের কর্মযজ্ঞ সম্পর্কে বিশদ জানতে:
না বলতেই আপনারা রয়েছেন আমাদের সাথে। তাই বলার অপেক্ষা রাখেনা। শুধুমাত্র আমাদের হয়ে চলা কাজ গুলো সম্পর্কে অবহিত করার জন্যই এই পোস্ট। আপনারাও জেনে খুশি হবেন নিশ্চিত। কারণ বৃহত্তর বাঁচবো পরিবারের আপনারা সকলেই সদস্য।