গতকাল বিশ্ব প্রবীণ নিপীড়ন সচেতন দিবস উপলক্ষে আয়োজিত কলকাতা মেডিক্যাল কলেজ এর জেরিয়াট্রি বিভাগ ও জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া র পশ্চিমবঙ্গ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাঁচবো র পক্ষ থেকে শ্রী তপন সেন Tapan Sen Tapan Sen Tapan Sen পরিবেশন করলেন মাউথ অর্গান। সকলের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছে তাঁর এই পরিবেশন।
আজও কলকাতা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে পরিবেশন করবেন তিনি।