*বিশেষ বিজ্ঞপ্তি*
আমাদের সদস্যদের সামগ্রিক সুস্থতার কথা মাথায় রেখে আমরা প্রতি মাসে দুটি শনিবার বিকেলে ফেসবুক লাইভ করে থাকি বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা। ইতিমধ্যে আমাদের এই প্রয়াস সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। প্রতি বারের মতো এই *শনিবার ১৬ ই মার্চ সন্ধ্যা ৬ ঘটিকায় আমরা আবার ফেসবুক লাইভে* আসছি বাঁচবো হিলিং টাচ্ এর নিজস্ব পেজ *www.facebook.com/BANCHBO* থেকে। আপনারা অনেকেই প্রস্রাবের বিভিন্ন সমস্যায় ভোগেন বা ভুগছেন। এই নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন ও রয়েছে। এই কথা মাথায় রেখে এবারের লাইভে *”বয়স্কদের বিভিন্ন ইউরোলোজিক্যাল সমস্যা ও তার প্রতিকার”* নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট ইউরোলজিস্ট ফর্টিস হাসপাতালের সিনিয়র ইউরো সার্জেন ও কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান *ডাঃ পুষ্কর শ্যাম চৌধুরী* এবং তাঁর সাথে আলাপচারিতায় থাকছেন সিনিয়র জেরিয়াট্রিসিয়ান *ডাঃ ধীরেশ কুমার চৌধুরী* । আমাদের সদস্যদের কাছে বিশেষ অনুরোধ উক্ত দিনে ফেসবুক লাইভে অংশগ্রহণ করার জন্য। যদি সম্ভব হয় আপনাদের প্রশ্ন আগে থেকে পাঠিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।