গত মঙ্গলবার ৭ই জুন আমাদের বাঁচবো র অফিসে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন আমেরিকা প্রবাসী শ্রী সঞ্জীব বসু মল্লিক। তাঁদের পুরো পরিবার অর্থাৎ স্ত্রী শ্রীমতি সঞ্চিতা ও কন্যা সঞ্জনা সকলেই বেশ কয়েক বছর ধরেই বাঁচবো র শুভানুধ্যায়ী হিসেবে বিশেষত সুন্দরবনের বিকশিত স্কুলের ছাত্র ছাত্রীদের পাশে থেকেছেন। ওনাদের কন্যা সঞ্জনা বসু মল্লিকের নামে “দিয়া ফাউন্ডেশন” বলে প্রতিষ্ঠান বিভিন্ন ফান্ড রেইজিং অনুষ্ঠান করে বেশ কয়েকবার আমাদের পাশে দাড়িয়েছেন।
এত ব্যস্ত সফর সূচির মধ্যেও সঞ্জীব বাবু আমাদের সাথে সাক্ষাৎ করেছেন এটা আমাদের সকলের মন ছুঁয়ে গেছে। আন্তরিক ভাবে পাশে থাকার নির্দশন রাখলেন উনি।
দীর্ঘ সময়ের আলোচনায় উনি আমাদের বিকশিত স্কুল ও নার্সিং ট্রেইনিং এর ছাত্র ছাত্রীদের আগামী দিনে আরও বেশি ভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয় আমেরিকা প্রবাসী তাঁর আরও ভারতীয় বন্ধুদেরকে আমাদের বিষয়ে জানাবেন এবং তাদের মাধ্যমেও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
আমাদের সক্রিয় শুভানুধ্যায়ী শ্রীমতি অনামিকা ঘোষের মাধ্যমে বাঁচবো র সাথে ওনাদের সান্নিধ্য।
আপনারা পাশে আছেন বলেই বাঁচবো তার সামাজিক বিভিন্ন দায়বদ্ধতা পালন করতে সক্ষম হচ্ছে।